রোমান্টিক ও অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা ‘চোখ’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১ অক্টোবর। এ দিন দেশের প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।
শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় এনটিভি অনলাইনকে জানিয়েছেন, ‘অক্টোবরের প্রথম দিন সিনেমাটি আমরা মুক্তি দিচ্ছি। পরে আমাদের অ্যাপ সিনেবাজে মুক্তি পাবে।’
শাপলা মিডিয়া জানিয়েছে, তরুণ নির্মাতা আসিফ ইকবালের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নিরব, জিয়াউল রোশান, শবনম বুবলী প্রমুখ। চিত্রনাট্য লিখেছেন অনামিকা মণ্ডল।
সিনেমার গল্পে দেখা যাবে, ধনী পরিবারের ছেলে রাকেশ। এই চরিত্রে অভিনয় করেছেন নিরব। সড়ক দুর্ঘটনায় তার দুই চোখই নষ্ট হয়ে যায়। চিকিৎসায় নতুন চোখ লাগানো হয়। তার নতুন চোখ নিয়ে ঘটতে থাকে নানা অদ্ভুত সব ভুতুড়ে ঘটনা। এ নিয়েই এগিয়ে যায় গল্প।
সিনেমাটিতে ‘রাকেশ’ চরিত্রে নিরব, ‘জয়’ চরিত্রে রোশান আর বুবলীকে দেখা যাবে ‘রেজনি’ চরিত্রে।