শোবিজ জগত থেকে স্থায়ীভাবে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছেন ‘বিগ ব ‘ তারকা সানা খান। মূলত ধর্মীয় কাজে মনযোগী হওয়ার জন্যই এ সিদ্ধান্ত নেন তিনি। সেই সাথে মিডিয়াতে কাজ করার সুবাদে তার সংগ্রহে থাকা নিজের স্থিরচিত্র এবং ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছেও দেন।
তবে সানা মুছে দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যম এখনো তার নানা ছবি ও ভিডিও ঘুরতে দেখা যায়। এবার নিজের অতীতের সেই ভিডিওগেলো নিয়েই বেশ কড়া সমালোচনা করলেন সানা।
সম্প্রতি তার ভিডিওগুলো নিয়ে মতামত প্রকাশ করে ইনস্টাগ্রাম নোটে বলেন, ‘কিছু লাক আমার উপর এত দিন নানারকম নেতিবাচক ভিডিও তৈরি করছে। তবে আমি ধৈর্য ধরেছি। কিন্তু এখনো অনেকেই আমার অতীতকে তুলে ধরে নানা ভিডিও তৈরি করেই যাচ্ছে।
শুধু তাই নয়, আমাকে নিয়ে নানা বাজে মন্তব্যও করে যাচ্ছেন তারা। আসলে তারা কি জানে না যে- এসব কিছুই আমার তওবা করার আগে? আমি সত্যিই আশাহত।’
প্রসঙ্গত, গত ৮ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ বার্তায় বলিউড ছাড়ার ঘোষণা দিয়েছিলেন সানা খান। সেই বছরের ২০ নভেম্বর গুজরাটের একজন জনপ্রিয় আলেম মুফতি আনাসকে বিয়ে করে আলোচনা আসেন তিনি।