মডেল, অভিনেতা ও সংগীতশিল্পী তাহসানের সঙ্গে ছাড়াছাড়ির পর কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করে চুটিয়ে সংসার করছেন দেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা।
তবে নানা সময়ে বিতর্ক তার পিছু ছাড়েনি। সামাজিক যোগামাধ্যম থেকে শুরু করে শোবিজ অঙ্গনেও বহুল আলোচিত ও বিতর্কিত মিথিলা আরও একবার পোশাক বিতর্কে ঝড় তুলেছেন।
গেল সোমবার রাতে মিথিলা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, একটি অন্ধকার রুমে বসে আছেন মিথিলা। তার পরনে শাড়ি। হালকা আলো এসে মুখমণ্ডলে পড়ছে। আর তিনি চেয়ে আছেন অজানার পানে।
সেই ছবির ক্যাপশনে ব্রিটেনের বিখ্যাত ব্যান্ড ‘দ্য বিটলস’র ‘হোয়াইল মাই গিটার জেন্টলি উইপস’ শিরোনামের গানের মুখ ব্যবহার করে মিথিলা লিখেছেন, ‘আমি আপনাদের দিকে তাকিয়ে, যেখানে ভালোবাসা অন্তর্নিহিত, তখনই আমার গিটার বেজে উঠে।’
ছবিটি পোস্ট করার পরবর্তী ১৪ ঘণ্টার মধ্যে ২৯ হাজারের বেশি রিয়েক্ট পড়েছে। ২ হাজারের বেশি মন্তব্য আর শেয়ার হয়েছে ৬৫টির মতো।
নেটিজেনদের অনেকেই মিথিলার এমন লাস্যময়ী পোশাকে ছবি পোস্ট করা ও তার চরিত্র নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন।
মন্তব্যকারীদের একজন লিখেছেন- ‘কিরে মিথিলা তোমার কি লজ্জা শরম নাই, এত গালি খাওয়ার পরও তুই ফেসবুকে এ ধরনের ছবি কীভাবে দেস! তুমি মনে হয় পৃথিবীর একমাত্র ব্যক্তি যার চোখে ওপরওয়ালা লজ্জা শরম বলতে কিছু দেয়নি!’
অপরজন লিখেন- ‘একটি জাতিকে মেধাশূন্য করতে তোমরাই যথেষ্ট! এসব দেখে সমাজ পর্নোগ্রাফির দিকে আকৃষ্ট হচ্ছে। যার ভবিষ্যৎ পরিণতি ভয়ংকর।’