অপেক্ষার অবসান, জানা যাবে ধ্রুব মিউজিক আমার গানের বিজয়ী ৩০ জনের নাম


বিনোদন প্রতিবেদক:  অনেক প্রতিক্ষার পর এবার আসছে ধ্রুব মিউজিক আমার গানের বিজয়ী ৩০ ঘোষণা। কেভিড নাইন্টিনে সারা বিশ্ব থমকে গিয়েছিল, থমকে ছিল বিনোদনের বাজার। তখন প্রয়োজন ছিল হতাশার বিপরীতে কারো কিছু করার। সবাইকে প্রাণ চাঞ্চল্যে রাখতে ও বাংলা গানের উৎকর্ষ সাধনে ভূমিকা রাখতে ধ্রুব মিউজিক স্টেশন আয়োজন করে নিজের লেখা, সুরে, নিজের গাওয়া গান নিয়ে প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা ‘ধ্রুব মিউজিক আমার গান’।

 

ঘোষণার পরপরই বিপুল সাড়া পড়ে যায়। নির্দিষ্ট সময়ে মধ্যে জমা পড়ে ১০ হাজারেও অধিক গান। কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার সহ উল্লেখযোগ্য সংগীত বোদ্ধাগন বিচারকের দায়িত্ব পালন করেন। বিচারকদের স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয় এক হাজার গান। সেখান থেকে নির্বাচিত হয় সেরা ১০০। শুরু হয় বিজয়ী ৩০ ঘোষণার অপেক্ষা।

 

শেষ পর্যন্ত কারা হলেন সেই বিজয়ী ৩০ ? তা জানা যাবে নতুন বছরের প্রথমদিন। অর্থাৎ ২০২১ সালের ১ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যা ৭টায় আসছে ধ্রুব মিউজিক আমার গানের বিজয়ী ৩০ ঘোষণা। ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে জানা যাবে এই বিজয়ী ৩০ জনের নাম।