ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার সময় অভিনেত্রীর খোলা পিঠে ঢালা হয়েছিল সত্যিকারের গরম মোম। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ‘পৌরষপুর’ ওয়েবসিরিজ প্রসঙ্গ এ কথা জানিয়েছেন অভিনেত্রী অষ্মিতা বক্সি।
ওয়েব সিরিজটিতে রাজত্বের সর্বেসর্বা রাজা ভদ্রপ্রতাপ। সেই রাজার অনেক রানীর মধ্যে এক রানী উমংলতা। রাজার অত্যাচারে মানসিক ও শারীরিকভাবে বিধ্বস্ত থাকে তার রানীরা। একদিন সেই রাজত্বের নারীরা ফুঁসে উঠেন। পুরুষতন্ত্রের আঁতুরঘর থেকে জন্ম নেয় নারী স্বাধীনতার বিপ্লব। এ গল্প নিয়েই বহুলচর্চিত নতুন ওয়েবসিরিজ ‘পৗরষপুর’।
সিরিজটিতে রাজার চিরিত্রে অভিনয় করেছেন অন্নু কাপুর। তারেই সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যের পিছনে রহস্য উদঘাটন করলেন আষ্মিতা। ট্রেলারে দেয়া যায়, রাজা তার এক নারী উমংলতার খোলো পিঠে গরম মোম ঢালছেন। চিৎকার করে ওঠেন রানী।
সাক্ষাৎকারে জানা গেল, নকল নয়, সেই মোম আসল মোম ছিল। এবং ততটাই গরম, যতটা দেখে মনে হচ্ছে।
এ বিষয়ে আষ্মিতা বলেন, আমার পিঠে উপরে কেবল সিলিকনের একটি পাতলা চাদর ছিল। যাতে গরম মোমের যন্ত্রণাটা একটু কম হয়। অভিনেতা অন্নু কাপুর যথাসম্ভব খেয়াল রেখেছিলেন যাতে আমার কোনও অস্বস্তি না হয়।