অমিতাভ-জয়ার সংসারজীবনের ৪৮ বছর


বলিউডের কিংবদন্তি দম্পতি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন ৪৮তম বিবাহবার্ষিকী উদযাপন করছেন আজ। ১৯৭৩ সালের আজকের এই দিনে (৩ জুন) বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।

বিবাহবার্ষিকীর দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিশেষ দিনের ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন অমিতাভ বচ্চন। ছবিতে বিগ বি-কে সাদা শেরওয়ানি পরিহিত দেখা যাচ্ছে আর জয়া লাল শাড়িতে বিয়ের সাজে।

 

বিয়ের ৪৮ বছর পরও অমিতাভ-জয়ার ভালোবাসা নতুন দম্পতির মতো। আর তাঁরা নিশ্চিত বলিউডের অন্যতম প্রভাবশালী যুগল। এতগুলো বছর তাঁরা পরস্পরকে আগলে রেখেছেন। বিগ বি কখনোই নিজের ভালোবাসা প্রকাশে কুণ্ঠাবোধ করেন না। আজও তার ব্যতিক্রম হয়নি।

অমিতাভ-জয়া ‘সিলসিলা’, ‘অভিমান’, ‘মিলি’, ‘চুপকে চুপকে’সহ বহু চলচ্চিত্রে জুটি বেঁধেছেন। তাঁদের দুই সন্তান অভিষেক বচ্চন ও শ্বেতা বচ্চন নন্দা।

 

অভিষেক বিয়ে করেছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইকে, তাঁদের ঘরে রয়েছে কন্যাসন্তান আরাধ্যা। আর শ্বেতা বিয়ে করেছেন ব্যবসায়ী নিখিল নন্দাকে, তাঁদের ঘরে দুই সন্তান নাভিয়া নাভেলি নন্দা ও অগস্ত্য। বলিউড ছাড়ার পর জয়া বচ্চন রাজনীতিতে পা রেখেছেন।