অম্বর সরকারকে সভাপতি ও কাঞ্চন রায় চৌধরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত পূজা উদযাপন পরিষদ রাজশাহী জেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজশাহী জেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরীর পাঁচু মন্ডলের আখড়া মন্দিরে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অম্বর সরকারকে সভাপতি ও কাঞ্চন রায় চৌধরীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীরেন্দ্রনাথ সরকার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মিলন দত্ত। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী নির্মল চ্যাটার্জী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি জুয়েল ভৌমিক, সহ-সভাপতি অনিল কুমার সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন।