অস্ট্রেলিয়ার রাজধানী মেলবোর্নে আগুনে পুড়ে মা ও তিন শিশুর মৃত্যু হয়েছে। রাজধানীর দক্ষিণ-পূর্বে রবিবার (১০ জানুয়ারি) রাতে একটি বাড়িতে আগুন লাগে। ধারণা করা হচ্ছে আগুনের ধোঁয়ার শ্বাসকষ্টে তাদের মৃত্যু হয়েছে।
চারদিকে আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়লে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকলবাহিনী। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে যাওয়া ঘরের ভেতর থেকে এক নারীসহ তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন পুরুষকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।
সিডনি মর্নিং হেরাল্ড-এর খবরে দেয়া তথ্যে, মৃতদের মধ্যে রয়েছে ৩৮ বছর বয়সী নারী কওড়ু ওকানো এবং তার তিন সন্তান এন্না (৩), ইউটা (৫) এবং আকু (৮)।
এ বিষয়ে এক পুলিশ কর্মকর্তা জানান, আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি তাতে পাওয়া গেল তারা জাপানি। ওই মৃত নারী তিন শিশুর মা মনে হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তি ওই পরিবারের সঙ্গে সম্পৃক্ত আছে বলে আমাদের বিশ্বাস। তার শরীরে বেশ কিছু জায়গায় পুড়ে যাওয়ায় পর্যবেক্ষণে আছেন। উন্নতি হলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
আগুন লাগার বিষয়ে ওই বাড়ির আশপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।