ই-কমার্স জায়ান্ট অ্যামাজনকে ২০০ কোটি রুপি জরিমানা করেছে ভারত। সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
ভারতীয় ব্যবসাপ্রতিষ্ঠান ফিউচার গ্রুপের সঙ্গে ব্যবসা-সংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগে অ্যামাজনকে এ জরিমানা করে ভারতের প্রতিযোগিতা কমিশন ‘সিসিআই’।
সিসিআই বলছে, একাধিক নিয়ম লঙ্ঘন এবং ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করায় অ্যামাজনকে জরিমানার পাশাপাশি চুক্তি স্থগিত করা হয়েছে।

বলা হচ্ছে, এশিয়ার শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির রিল্যায়েন্স রিটেইল ভেনচারসের সঙ্গে প্রায় ২৫ হাজার কোটি রুপির প্রস্তাবিত চুক্তির মুখে অ্যামাজনকে এমন জরিমানা গুনতে হচ্ছে।