আইপিএলের মেগা নিলামের আগে ভারতের অন্যতম সেরা ক্রিকেটার কেএল রাহুল কোন দলে যোগ দেবেন তা নিয়ে চলছিল আলোচনা। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে লক্ষ্ণৌ ফ্রাঞ্চাইজিতে যোগ দিয়েছেন তিনি। দলটির অধিনায়কও নির্বাচিত হয়েছেন তিনি। লক্ষ্ণৌতে যোগ দিয়ে বিরাট কোহলির রেকর্ডে ভাগ বসালেন তিনি।
লোকেশ রাহুল ১৭ কোটি রুপিতে সঞ্জীব গোয়েঙ্কারের মালিকাধীন লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন। আইপিএলের ইতিহাসে এক মৌসুমে পারিশ্রমিক নেওয়ার ক্ষেত্রে তা রেকর্ডই বলা যায়। ২০১৮ সালে বিরাট কোহলিকেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই মূল্যে দলে নিয়ে ছিল। রাহুল যুগ্মভাবে কোহলির সঙ্গে আইপিএলের সর্বকালের সবচেয়ে দামি ক্রিকেটার।
লক্ষ্ণৌ ৯.২ কোটি রুপিতে মার্কাস স্ট্যাইনিস এবং ৪ কোটি রুপিতে রবি বিষ্ণোইকে দলে নেয়। মোট ৫৯.৮ কোটি রুপি নিয়ে মেগা নিলামে নামবে লক্ষ্ণৌ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমান ৬৯ কোটি ৭৪ লাখ টাকার বেশি।
১২ ও ১৩ ফেব্রুয়ারি আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। লক্ষ্ণৌ দলের কোচ হচ্ছেন অ্যান্ডি ফ্লাওয়ার। মেন্টর হিসেবে গৌতম গম্ভীরের নাম ঘোষণা করা হয়।