আগামীকাল জাসেদর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী সুবর্ণজয়ন্তী


মো.পাভেল ইসলাম, স্টাফ রিপোর্টার: আগামীকাল ৩১ অক্টোবর ২০২২ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান সারাদেশে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

১৯৭২ সালের ৩১ অক্টোবর সিদ্দিক মাস্টারের লাশ কে সামনে রেখে জাসদ প্রতিষ্ঠিত হয়। সারা দেশের মতোই রাজশাহীতে আগামীকাল (৩১ অক্টোবর) সোমবার বিকাল ৪ টায় গনকপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় ও দলীয় পতাকা এবং বিভিন্ন ব্যানার ও ফেস্টুন সম্বলিত একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।

সুবর্ণজয়ন্তীর প্রতিষ্ঠাবার্ষীকিতে জাসদ ও সহযোগী সংগঠনের রাজশাহী মহানগরের সকল থানা ও ওয়ার্ডের নেতা কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হলো।