আগামী ১লা জানুয়ারী বই বিতরন কার্যক্রমের আওতায় ১৩৭৬টি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ৪১ লক্ষ ৭ হাজার ৩০৩টি বই বিতরনের জন্য বরাদ্দ


নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলায় প্রাথমিক পর্যায়ে ১ কোটি ৪১ লক্ষ ৭ হাজার ৩০৩টি বই ও অনুশীলন খাতা বিতরনের লক্ষ্য সামনে রেখে ১লা জানুয়ারী বই বিতরন কার্যক্রম শুরু হচ্ছে। জেলার ১১টি উপজেলায় চাহিদার প্রেক্ষিতে উল্লেখিত পরিমান বই ও অনুশীলন খাতা বরাদ্দ প্রদান করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা জানিয়েছেন বরাদ্দকৃত বই-এর মধ্যে আমার বই ৪৬ হাজার ৪২৬টি, অনুশীলন খাতা ৪৬ হাজার ৪২৬টি, প্রথম শ্রেনীর বই ১ লক্ষ ৭৮ হাজার ১৩৪টি, দ্বিতীয় শ্রেনীর বই ১ লক্ষ ৭৩ হাজার ৪৩৬টি, তৃতীয় শ্রেনীর বই ৩ লক্ষ ৩৭ হাজার ৫১২টি, চতুর্থ শ্রেনীর বই ৩ লক্ষ ২৬ হাজার ২২টি এবং পঞ্চম শ্রেনীর বই ৩ লক্ষ ৫ হাজার ৪৪২টি।

উপজেলা ও শ্রেনী ভিত্তিক বই বরাদ্দের পরিমান হচ্ছে আত্রাই উপজেলায় আমার বই ৩৯৫০টি, অনুশীলন খাতা ৩৯৫০টি, ১ম শ্রেনীর বই ১৬,৪১০টি, ২য় শ্রেনীর বই ১৫,৫১০টি, ৩য় শ্রেনীর বই ৩০,৮৪০টি, ৪র্থ শ্রেনীর বই ৩০,০৩০টি ও পঞ্চম শ্রেনীর বই ২৭, ৫৭০টিসহ মোট ১ লাখ ২৮ হাজার ২৬০টি, ধামইরহাট উপজেলায় আমার বই ৩১০০টি, অনুশীলন খাতা ৩১০০টি, প্রথম শ্রেনীর বই ১৩,৫০০টি, ২য় শ্রেনীর বই ১২,০০০টি, ৩য় শ্রেনীর বই ২১,৬০০টি, ৪র্থ শ্রেনীর বই ২১,৩০০টি ও পঞ্চম শ্রেনীর বই ২১,৯০০টিসহ মোট ৯৬ হাজার ৫০০টি, নওগাঁ সদর উপজেলায় আমার বই ৪,২০০টি, অনুশলীন খাতা ৪,২০০টি, ১ম শ্রেনীর বই ২৭,৯০০টি, ২য় শ্রেনীর বই ২৭,৯০০টি, ৩য় শ্রেনীর বই ৫৫,২০০টি, ৪র্থ শ্রেনীর বই ৫১,৬০০টি, ৫ম শ্রেনীর বই ৪৬,৮০০টিসহ মোট ২ লক্ষ ১৭ হাজার ৮০০টি, নিয়ামতপুর উপজেলায় আমার বই ৩,৯০৭টি, অনুশীলন খাতা ৩,৯০৭টি, ১ম শ্রেনীর বই ১৫,৩০৬টি, ২য় শ্রেনীর ১৪,৭০০টি, ৩য় শ্রেনীর ২৯,২৫০টি, ৪র্থ শ্রেনীর ২৯,১০০টি ও ৫ম শ্রেনীর বই ২৭,৭২০টিসহ মোট ১ লাখ ২৩ হাজার ৮৯০টি, পতœীতলা উপজেলায় আমার বই ৫,৭০০টি, অনুশীলন খাতা ৫,৭০০টি, ১ম শ্রেনীর বই ১৭,১০০টি, ২য় শ্রেনীর বই ১৬,২০০টি, ৩য় শ্রেনীর বই ৩১,২০০টি, ৪র্থ শ্রেনীর বই ২৯,৪০০টি ও ৫ম শ্রেনীর বই ২৫,৮০০টিসহ মোট ১ লাখ ৩১ হাজার ১০০টি, পোরশা উপজেলায় আমার বই ২,৭৫০টি অনুশীলন খাতা ২,৭৫০টি, ১ম শ্রেনীর বই ৯,০০০টি, ২য় শ্রেনীর বই ৮,৭০০টি, ৩য় শ্রেনীর বই ১৬,৫০০টি, ৪র্থ শ্রেনীর বই ১৫,৬০০টি ও ৫ম শ্রেনীর বই ১৫,০০০টিসহ মোট ৭০ হাজার ৩০০টি, বদলগাছি উপজেলায় আমার বই ৪,২৭৪টি, অনুশীলন খাতা ৪,২৭৪টি, ১ম শ্রেনীর বই ১২,৩৩০টি, ২য় শ্রেনীর বই ১৩,৫০০টি, ৩য় শ্রেনীর বই ২৫,০৮০টি, ৪র্থ শ্রেনীর বই ২৪,৫৪০টি ও ৫ম শ্রেনীর বই ২৩,৭৬০টিসহ মোট ১ লক্ষ ৭ হাজার ৭৫৮টি, মহাদেবপুর উপজেলায় আমার বই ৪,৯৫০টি, অনুশীলন খাতা ৪,৯৫০টি, ১ম শ্রেনীর বই ১৯,৩৫০টি, ২য় শ্রেনীর বই ১৮,৭৫০টি, ৩য় শ্রেনীর বই ৩৬,৯০০টি, ৪র্থ শ্রেনীর বই ৩৪,৮০০টি ও ৫ম শ্রেনীর বই ৩৩,০০০টিসহ মোট ১ লাখ ৫২ হাজার ৭০০টি, মান্দা উপজেলায় আমার বই ৬,৯৫০টি, অনুশীলন খাতা ৬,৯৫০টি, ১ম শ্রেনীর বই ২২,৮০০টি, ২য় শ্রেনীর বই ২২,৬৮০টি, ৩য় শ্রেনীর বই ৪৪,৭০০টি, ৪র্থ শ্রেনীর বই ৪৩,২০০টি ও ৫ম শ্রেনীর বই ৪১,১৯০টিসহ মোট ১ কোটি ৮৮ লক্ষ ৪৭০টি, রানীনগর উপজেলায় আমার বই ৩,০৯০টি, অনুশীলন খাতা ৩,০৯০টি, ১ম শ্রেনীর বই ১২,৪৫০টি, ২য় শ্রেনীর বই ১২,১৬৫টি, ৩য় শ্রেনীর বই ২৪,০০০টি, ৪র্থ শ্রেনীর বই ২৪,০০০টি ও ৫ম শ্রেনীর বই ২২,২০০টিসহ মোট ১ লক্ষ ৯৯৫টি এবং সপাহার উপজেলায় আমার বই ৩,৫৫৫টি, অনুশীলন খাতা ৩,৫৫৫টি, ১ম শ্রেনীর বই ১১,৯৮৮টি, ২য় শ্রেনীর বই ১১,৩৩১টি, ৩য় শ্রেনীর বই ২২,২৪২টি, ৪র্থ শ্রেনীর বই ২২,৪৫২টি ও ৫ম শ্রেনীর বই ২০, ৫০২টিসহ মোট ৯৫ হাজার ৬২৫টি।

 

অপরদিকে প্রাথমিক স্তরের ইংরেজী ভার্সন পাঠ্য পুস্তক হিসেবে ১ম শ্রেনীর জন্য ৬৬০টি, ২য় শ্রেনীর জন্য ৬৪৫টি, ৩য় শ্রেনীর জন্য ১,২২০টি, ৪র্থ শ্রেনীর জন্য ৭৫০টি এবং ৫ম শ্রেনীর জন্য ৬৩০টিসহ সর্বমোট ৩ হাজার ৯০৫টি।