আজকের এই রাত মনে রেখো, কারণ এটি শুরু।’


ওম প্রকাশ সাহানি ও মিমি দত্ত। এই টলিউড যুগলের পরিচয় এক দশকের। এ জুটির বন্ধুত্ব একসময় রূপ নেয় প্রেমে। পরে গত বছরের শেষে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করেন তারা। আর গত ৩ ফেব্রুয়ারি ধর্মীয় রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ওম-মিমি।

বর্তমানে বিয়ের অনুষ্ঠানের শেষ পর্বে বর-কনের চুম্বন রীতি হয়ে দাঁড়িয়েছে। ওম ও মিমি একই রীতি অনুসরণ করেন। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর বিয়ের পোশাকে একে অপরের ঠোঁটে চুম্বন করেন তারা। আর সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করা হয়। ছবিটি মিমি সোশ্যাল মিডিয়া শেয়ার করে লিখেছেন—‘আজকের এই রাত মনে রেখো। কারণ এটি শুরু।’

২০১১ সালে ‘আলোর বাসা’ ধারাবাহিক নাটকের সেটে প্রথম পরিচয় ওম-মিমির। এরপর তাদের আর কোনো যোগাযোগ ছিল না। পুনরায় ২০১৭ সালে একটি প্রজেক্টে একসঙ্গে কাজ করার সময় দেখা হয় এই জুটির। ধীরে ধীরে বন্ধুত্ব রূপ নেয় প্রেমে।