আটঘড়িয়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ও পুরস্কার প্রদান 


আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘড়িয়া উপজেলা পেশাজিবী কল্যাণ সমিতির পক্ষ থেকে পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয় ।
শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের উদ্বুদ্ধ করুন বিষয়ক বক্তব্য প্রধান শেষে ২০২২ সালের বার্ষিক পরীক্ষায়  সপ্তম ও অষ্টম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়।
সোমবার (০৯ অক্টোবর) বিদ্যালয়ের হলরুমে সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ও শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন সমিতির সভাপতি যুগ্ম সচিব (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম।
এ সময় স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সম্পাদক পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের   প্রফেসর মোঃ মাহবুব আলম, কোষাধ্যক্ষ পাবনা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ আশরাফ আলী, বিটিভির নির্বাহী প্রযোজক মোঃ শামসুল আলম, প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন খান, প্রধান শিক্ষক মাহাবুবা মায়া , অডিট অফিসার মোঃ হাসান ইমাম বুলবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি শিক্ষক মোঃ হেলাল উদ্দিন খান।