আটঘরিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সদস্য সম্মিলন


আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পেশাজীবি কল্যাণ পরিষদের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সদস্য সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৯ জুন) দুপুরে আটঘরিয়া সরকারি  মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সচিব জাহাঙ্গীর আলম খান।

প্রধান অতিথি বক্তব্য রাখেন পাবনা-৪, (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ গালিব।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন সেডিসিন বিভাগ ও অবসর প্রাপ্ত সিনিয়র কনসালটেন্ট বারডেম হাসপাতালের প্রফেসর ডা. খাজা নাজিম উদ্দীন,  বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোঃ শরিফুল ইসলাম, বানিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মালেকা খায়রুনন্নছা, আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ তানভীর ইসলাম, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাবনা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আশরাফ আলী, সহকারী শিক্ষক নারগিস খন্দকার লিখি।
উক্ত অনুষ্ঠানে আটঘরিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ২৩০ জন, এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ৩০ জন এবং নতুন নিয়োগ প্রাপ্ত  এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এ ভর্তিকৃত ৩০ জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আটঘরিয়া উপজেলা পেশাজীবি কল্যাণ পরিষদের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।