পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার গোরুড়ী গ্রামে ঋনের দায়ে গলায় ফাঁস নিয়ে পাট ব্যবসায়ী রঞ্জন কুমার সাহা(৩২) আত্মহত্যা করেছে।
সে আশুতোষ কুমার সাহার ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ীতে। পরের দিন শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, রঞ্জন কুমার সাহা গোরুড়ী এলাকার বিশিষ্ট পাট ব্যবসায়ী ছিলেন। সে মোটা অংকের টাকা দায় দেনা হয়ে পড়ায় চরম ভাবে মানসিক চাপের ছিলেন।
পাওনা দারের চাপ সহ্য করতে না পেরে ঘটনার দিন নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।