
আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল আজিজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এমওডিসি ডা: কামরুজ্জামান, আরএমও ডা: কাওসার হোসেন, পঃ প: কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, পরিসংখ্যানবিদ মজিবুর রহমান প্রমুখ।
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩ হাজার জন শিশুর ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৪ হাজর জন শিশু লক্ষ মাত্রা ধরা হয়েছে। এছাড়া ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সর্বমোট ২৭ হাজার শিশুর লক্ষমাত্রা ধরা হয়েছে।
উপজেলায় মোট ১২১টি টিকাদান কেন্দ্রে ২৪২ জন সেচ্ছাসেবীসহ মোট প্রায় ৩শ জন মাঠকর্মী এই কার্যক্রমের সহযোগিতা করবেন।
দিনব্যাপী এই কার্যক্রম সফল করতে প্রচার প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে গণমাধ্যম কর্মীদের নিকট আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।