আটঘরিয়ায় জাতীয় যুব দিবস পালিত 


পাবনা  প্রতিনিধি: “স্মার্ট যুব সমৃদ্ধ’ বঙ্গবন্ধু বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ৩ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণ বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে আটঘরিয়ায়।
এ যুব দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও চেক, সনদ ও প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম।
 অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ।
এসময় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কৃষি অফিসার সজীব আল মারুফ, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, প্রধান শিক্ষক জিল্লুর রহমান প্রমুখ।
যুবকদের মাঝে বক্তব্য দেন ইমরান হোসেন, ইয়াকুব আলী।
আলোচনা শেষে তিনজন যুবদের মাঝে বিভিন্ন খাতে ৩ লাখ ৬০ হাজার টাকা চেক বিতরণ করা হয়।