
শুক্রবার(১৭ফেব্রয়ারী) সন্ধায় আটঘরিয়া উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়োজনে আটঘরিয়া বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত উপজেলা জাতীয় পার্টির কর্মী সমাবেশ ও কমিটি গঠনে সভাপতিত্ব করেন জয়নাল আবেদীন।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাদের খান, জেলা জাতীয় পার্টির সহসভাপতি নাসিম হোসেন ডাবলু, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক সুমাইয়া সুলতানা হ্যাপি, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক রেজাউল করিম রানা, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম দায়েন, জেলা দপ্তর সম্পাদক রাকিব হাসান রিজভী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুলাডুলি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি কাদের মোল্লা, সাধারণ সম্পাদক হাসেম আলী, ঈশ্বরদী পৌর জাতীয় পার্টির আহবায়ক আশিকুর রহমান প্রমুখ।
৩১ সদস্য বিশিষ্ট উপজেলা ও পৌর কমিটি ঘোষণা করা হয়েছে। এদিন সন্ধ্যায় আটঘরিয়া বাজারে এক আনন্দ মিছিল করেন জাতীয় পার্টির আটঘরিয়া উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি/ সম্পাদক সহ নেতা কর্মীরা।