পাবনা প্রতিনিধি : সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিডার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগী এবং জাতীয় সমাজ কল্যান পরিষদের স্বেচ্ছাসেবি সমাজকল্যাণ সংস্থার এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৫ অক্টোবর) সকালে আটঘরিয়া উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।
এতে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা অফিসার মোঃ নাহারুল ইসলাম। অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা অফিসার ইসমত জেরিন।
উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর আটঘরিয়ার আয়োজনে বিশেষ অতিথি বক্তব্য দেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ।
আটঘরিয়া উপজেলা সমাজ সেবা অফিসার ইসমত জেরিন জানান, ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ২৭ জন, প্রত্যেক ৫০ হাজার টাকা করে ১৩ লাখ ৫০ হাজার টাকা এবং তিনটি সেচ্ছাসেবি সংস্থা প্রত্যেক ২১ হাজার হাজার টাকা করে মোট ৬৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।