আটঘরিয়ায় সিসিডিবি’র উদ্যোগে ৩৫ জন কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা 


পাবনা প্রতিনিধি: ২০২২ ইং সালে এসএসসি / এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংর্বধনাও বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি / শিক্ষা বৃত্তি প্রদান করা  হয়েছে।
সোমবার(৩০ অক্টোবর) সকালে আটঘরিয়া সিসিডিবি কর্তৃক আয়োজিত কৃত শিক্ষার্থীদের সংর্বধনা ও বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নাহারুল ইসলাম।
অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য দেন এলাকা সমন্বয়কারী সিসিডিবি এমএফপি আটঘরিয়ার মো: হেলাল উদ্দিন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন সিসিডিবি এমএফপি ঢাকা জোনের জোনাল ম্যানেজার রঞ্জিত কুমার সাহা, সিসিডিবি এমএফপি রাজশাহী জোনের ম্যানেজার আবু সাঈদ, সিপিআর সিসিডিবি জালালপুর এলাকা ব্যবস্থাপক মিঃ ড্যানিশ মারান্ড,
দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া,  দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, ইশারত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম
সিসিডিবি হেড অফ এমএফপি সোলায়মান সিদ্দিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিসিডিবি শাখা ব্যবস্থাপক মোঃ সেলিম হোসেন।
উক্ত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও অভিভাবকগন তাদের মতামত ব্যক্ত করেন।
সিসিডিবি এলাকা সমন্বয়কারী মো: হেলাল উদ্দিন জানান, ২০২২ ইং সালে এসএসসি / এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পাওয়া ৩৫ জন কৃতি শিক্ষার্থীদের সংর্বধনাও বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
সিসিডিবি এমএফপি আটঘরিয়া শাখায় ৮ জন, দেবোত্তর শাখায় ২ জন, ভাঙ্গুড়া শাখায় ৬ জন, মুলাডুলি শাখায় ১০ জন, পাবনা শাখায় ৬ জন, এবং চাটমোহর শাখায় ৩ জনকে এই বৃত্তি প্রদান করা হয়।