আটঘরিয়ার হাড়লপাড়ায় হোমিও দাতব্য চিকিৎসালয়ের যাত্রা শুরু


চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার হাড়লপাড়ায় হোমিও দাতব্য চিকিৎসালয়ের যাত্রা শুরু হয়েছে। ফুরফুরা শরীফের অন্যতম বরেণ্য ব্যক্তিত্ব খলিফা মরহুম ইয়াদগারে মাওলানা কবির উদ্দিন (রহঃ) এর সৌজন্যে হাড়লপাড়ায় হোমিও দাতব্য চিকিৎসালয়ে ফ্রি হোমিও চিকিৎসা দেয়া হচ্ছে।

 

১ ডিসেম্বরে ফুরফুরা শরীফের গদ্দীনশীন পীর আল্লামা শাইখ আবু বকর আব্দুল হাই সিদ্দিকী আল কুরাইশী উক্ত হোমিও দাতব্য চিকিৎসালয়ের শুভ উদ্বোধন করেন। হোমিও দাতব্য চিকিৎসালয়ের শুভ উদ্বোধনের পর থেকেই সেখানে ফ্রি চিকিৎসা দেয়া হচ্ছে। প্রতি শুক্রবার সকাল ৮টা হতে ১১টা পর্যন্ত চিকিৎসা সেবা দিচ্ছেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান বাদশা (সহকারি শিক্ষক, পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়)।

 

চিকিৎসা কাজে তাঁকে সহযোগিতা করছেন ডাক্তার মাহমুদুল হক মানিক। সরেজমিনে দেখা গেছে সেখানে নারী পুরুষ রোগীর বেশ ভীড়। প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান বাদশা জানান এখানে গরীব রোগীদের সংখ্যাই বেশি।