আটঘরিয়া (পাবনা) প্রতিনিধ: আটঘরিয়া উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক বলেছেন, শিক্ষার মানোন্নয়নে পরিচালনা পরিষদ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে তেমনি অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। তাই অভিভাবকদের নিজ সন্তানদের প্রতিভা অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণ ও তদারকি প্রয়োজন বলে “অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক” অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য তিনি একথা গুলো বলেন।
অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন হ্যাপী টেকনোলজিস কিডস্ ফেয়ার এর অধ্যক্ষ আফরোজা সাঈদ।
শনিবার (২৬ নভে ম্বর) সকাল এগারোটার সময় দেবোত্তর বাজারে মুক্তযোদ্বা কমপ্লেক্স সম্মেলন কক্ষে হ্যাপি টেকনোলজিস কিডস্ ফেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও হ্যাপী টেকনোলজিস কিডস্ ফেয়ার এর সদস্য মেজবাহ উর রহমান চৌধুরী, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া,
অবসরপ্রাপ্ত বিএস আমির হোসেন, নতুন বিশ্ববার্তা আটঘরিয়া প্রতিনিধি মোহাম্মদ ইয়াসিন, বিআরডিবি হিসাব রক্ষক মাহমুদুল হক বাবু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হ্যাপি টেকনোলজিস কিডস্ ফেয়ার শিক্ষক পারভিন সুলতানা। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।