আটঘরিয়ায় নগদের আয়োজনে জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত


আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি: আটঘরিয়ায় নগদের আয়োজনে এবং সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় সমাজসেবা অধিদপ্তর এর আওতাধীন সকল সুবিধাভোগী জি টু পি পদ্ধতিতে প্রাপ্ত  ভাতা বিষয়ক মাঠ পর্যায়ে সচেতনতা মুলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬নভেম্বর) উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ-পরিচালক সমাজসেবা অধিদপ্তর পাবনার রাশেদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল, আটঘরিয়া উপজেলা সমাজসেবা অফিসার ইসমত জেরিন।
উপস্থিত ছিলেন নগদ রাজশাহী এরিয়া ম্যানেজার রফিকুল ইসলাম,  টেরিটোরি অফিসার ঈশ্বরদীর মনজুরুল আহসান প্রমুখ। উক্ত আলোচনা সভাটি পরিচালনা করেন প্রভাষক আমজাদ হোসেন।  উপস্থিত সকল ভাতাভোগিদের মাঝে একটি করে ছাতা বিতরন করা হয়।