আটঘরিয়ায় শহীদ বুদ্ধি জীবি দিবস উপলক্ষে আলোচনা সভা 


আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ই ডিসেম্বর ২০২২ শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৪ ডিসেম্বর)  সকাল এগারোটায় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু। এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ এর সঞ্চালনায় এসময় বক্তব্য সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন,  বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ,  দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া,  মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম,  প্রনী সম্পদ কর্মকর্তা রোমানা আক্তার রোমিও, স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোন্তাকিমুর রহমান,  সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন সহ মুক্তিযোদ্ধা,  শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
অপরদিকে উপজেলার ১৯৭১ সালের সন্মুখ যুদ্ধক্ষেত্র বংশিপাড়া-কালামনগর ঘাটের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা মাজপাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ খানকে সভাপতি ও পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেনকে সাধারণ সম্পাদক করে  বিজয় দিবস উদযাপন কমিটি গঠণ করা হয়।
বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভায় দিবসটিকে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ভালোভাবে উদযাপনেরসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় দিবসটি উদযাপনের বিষয়ে বক্তব্য দেন মাজপাড়া
আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোকাদ্দেছুর রহমান, খিদিরপুর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক কে এম রকিবুল ইসলাম, প্রধান শিক্ষক বাকী বিল্লাহ, সহকারি শিক্ষক মোঃ মোন্তাসিম বিল্লাহ প্রমুখ।