আটঘরিয়ায় শেখ রাসেল ৫৯তম জন্ম দিন পালিত


আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি :আটঘরিয়া উপজেলা পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এঁর ৫৯ তম জন্মদিন  উদযাপন উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ তানভীর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু,  উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক প্রমুখ।
উক্ত প্রতিযোগিতায় দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মোঃ মেহেদী হাসান, সপ্তম শ্রেণির ছাত্র আসাদুল্লাহ হিল গালীব, অষ্টম শ্রেণির ছাত্র বি,এম তাওহীদ, সপ্তম শ্রেণীর ছাত্র মোঃ রিফাত নাফছি, সপ্তম শ্রেণির ছাত্র মোঃ মোস্তাফিজুর রহমান, দশম শ্রেণির ছাত্র শাকিল আহমেদ এবং নবম শ্রেণির ছাত্র মোঃ ওবাইদুল্লাহ বিজয়ী হন।