আত্রাইয়ে চোলাই মদসহ এক নারী আটক


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পুলিশের অভিযানে দেশীয় চোলাই মদ সহ এক নারীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তার নিউ বাড়ি হতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়। আটককৃত হলেন, উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া মৃধা পাড়া গ্ৰামের জব্বার মন্ডলের স্ত্রী রেখা বেগম ওরফে রিজিয়া।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মাদক ব্যবসায়ী তার নিজ বাড়ি হতে চোলাই মদ বিক্রি করতেছে। এমন সংবাদে ভিত্তিতে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় রেখা বেগম ওরফে রিজিয়াকে দুই লিটার দেশীয় চোলাই মদসহ তাকে হাতেনাতে আটক করা হয়। এঘটনায় রাতেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।