আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: “স্মার্ট যুব, সমৃদ্ধ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজন অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম। এছাড়া প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলার পাঁচুপুর ইউনিয়নের চেয়ারম্যান খবিরুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সভা শেষে ৬০ জন গাভী ও ছাগল পালনদের প্রশিক্ষণ সনদ প্রদান এবং ১৩ জনের মাঝে যুব ঋণের ৬ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।