আত্রাইয়ে জাতীয় সংবিধান দিবস পালিত 


আত্রাই (ন‌ওগাঁ) প্রতিনিধি: “বঙ্গবন্ধুর ভাবনা,সংবিধানের বর্ণনা” এই স্লোগানকে সামনে রেখে ন‌ওগাঁর আত্রাইয়ে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালী বের করা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অডিটোরিয়াম হল রুমে এসে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন‌ওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।
এ ছাড়াও আনসার ভিডিপি কর্মকর্তা আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তার এস এম নাসির উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন এবং উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।