আত্রাইয়ে জাতীয় সমবায় দিবস পালিত 


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: “সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ন‌ওগাঁর আত্রাইয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০ টার সময় পতাকা উত্তোলন করে এবং এক র‌্যালী বাহির করা হয়। র‌্যালী শেষে উপজেলা অডিটোরিয়াম হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন‌ওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।
এ ছাড়াও সমবায় সমিতি অফিসার মোঃ এস এম নিজাম উদ্দিন আহমেদ, আনসার ভিডিপি কর্মকর্তা আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তার এস এম নাসির উদ্দিন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোশারেফ হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।