
উপজেলা নিবার্হী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার, চেয়ারম্যানগণ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা পরিষদ চত্বরে দীর্ঘ দিন ধরে পরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনের কাজ সম্পন্ন, আত্রাই পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, আত্রাই সেতুর দুই পাশে গোল চত্বর তৈরি করার দাবি, নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ, মাদক ও বাল্যবিবাহ বন্ধ করার বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক গোলাম মাওলা নওগাঁ জেলাসহ সকল উপজেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও উন্নয়নের বিষয়ে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, গত ৩০ জুলাই নওগাঁ জেলা প্রশাসক হিসেবে তিনি যোগদান করেন।