
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার পি.এম কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রমাণিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, থানা তদন্ত কর্মকর্তা লুৎফর রহমান প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে হুইল চেয়ার ২৫টি, ট্রাইসাইকেল ২টি, টয়লেট চেয়ার ২টি, স্মাটসদাছড়ি ৩টি, এলবোক্র্যাচ ২টি, ওয়াকার ১টি বিতরণ করা হয়। পরে সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে উপজেলার ৭ জনের প্রত্যেককে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।