
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রমাণিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তার মোয়াজ্জেম হোসেন, সমাজসেবা অফিসার সোহেল রানা, থানা তদন্ত কর্মকর্তা লুৎফর রহমান, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মইনুর রহমান, সাংবাদিকবৃন্দ, উপজেলার ইউপি চেয়ারম্যানগণ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ উপজেলা ব্যাপী বিভিন্ন সমস্যা ও তার সমাধানের উপর আলোকপাত করেন।