আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে নানা আয়োজনে মধ্যে দিয়ে বাংলাদেশের আওয়ামীলীগ যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালি ও কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শেখ হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন হেলাল এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান,
সাধারণ সম্পাদক আক্কাছ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক আফছার আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক নাদিম, ফজলে রাব্বি জুয়েল, সাংগঠনিক সম্পাদক আওয়ামী যুবলীগ জুয়েল আলম সাংগঠনিক সম্পাদক জয়লান আবেদীন প্রচার সম্পাদক হামিদুল ইসলামসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।