আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার হাটকালু পাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রউফ রইচ (৩৯) কে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে ডিবি পুলিশের সহায়তায় আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার রইচ উপজেলার বান্দাইখাড়া গ্রামের ইসরাইল সরদারের ছেলে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান,গত ৬অক্টোবর আত্রাই থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। দায়েরকৃত মামলায় জড়িত সন্দেহে আব্দুর রউফ রইচকে গ্রেফতার করা হয়েছে। তাকে শনিবার আদালতে প্রেরন করা হয়েছে।