আফগানিস্তানে গুপ্তচর সন্দেহে ৬ পাকিস্তানি আটক


আফগানিস্তানের কান্দাহার প্রদেশ থেকে গুপ্তচর সন্দেহে ৬ পাকিস্তানি নাগরিককে আটক করেছে আফগান পুলিশ। আটক ছয়জনের মধ্যে চারজন পুলিশ বাহিনীর সদস্য বলে জানিয়েছে পুলিশ।

কান্দাহার পুলিশের মুখপাত্র জামাল নাসির বারাকজাই বার্তা সংস্থা পাজোয়াক আফগান নিউজকে বলেন, প্রদেশের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত জেলার স্পিন বলদাক এলাকার সীমান্ত পার হয়। পরে ওই এলাকা থেকে ১৪ জানুয়ারি ধরা পড়ে। তারা সেখানে গুপ্তচর হয়ে কাজ করছিল বলে সন্দেহ হচ্ছে।

আটককৃত ৬ জন বেলুচিস্তানের চমন এলাকার দুই বাসিন্দার সহায়তায় সীমান্ত অতিক্রম করে। ওই চার ব্যক্তি মোটরকার কেনার জন্য স্পিন বলদাকে আসার ভান করছিল। ফিরে যাওয়ার চেষ্টা করার সময় তাদের শনাক্ত করে পুলিশ।