আফগানিস্তানে দুই নারী বিচারককে গুলি করে হত্যা


আফগানিস্তানে দুই নারী বিচারককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার সকালে রাজধানী কাবুলে সুপ্রিম কোর্টের ওই দুই বিচারক গাড়িতে কাজে যাওয়ার সময় হামলার শিকার হন বলে জানিয়েছে পুলিশ।

বিচারকদের লক্ষ্য করে গুলি চালায় এক দল বন্দুকধারী। হামলার জেরে আহত হয়েছেন গাড়ির চালকও। শহরের কেন্দ্রস্থলে এমন হামলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আফগান প্রশাসন বিচারক নিহতের বিষয়টি স্বীকার করেছে। আফগানিস্তানের অ্যাটর্নি জেনারেলের মুখপাত্র জামশিদ রাসুলি জানান, নিহতরা সুপ্রিম কোর্টে কর্মরত ছিলেন।

এখনো কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে ওই হামলার পিছনে কাদের হাত রয়েছে, তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।