আবার ছাঁটাই হলেন মরিনহো


টটেনহ্যাম হটস্পার থেকে ছাঁটাই হয়েছেন হোসে মরিনহো। ছবি : সংগৃহীত

২০১৮ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ছাঁটাই হয়েছিলেন হোসে মরিনহো। প্রায় এক বছরের ব্যবধানে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে যোগ দিয়েছিলেন তিনি।

পাঁচ বছরেরও বেশি সময় দায়িত্বে থাকা কোচ মরিসিও পচেত্তিনোকে সরিয়ে সেই সময় মরিনহোকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর অধীনে খুব একটা সাফল্য পাচ্ছিল না টটেনহ্যাম। তাই এই তারকা কোচকে ছাঁটাই করেছে ক্লাবটি।

গার্ডিয়ানের খবরে জানা গেছে, ঘরোয়া লিগ এবং ইউরোপা লিগে ব্যর্থতার কারণেই মরিনহোকে ছাঁটাই করা হয়েছে।

 

আর কদিন বাদে কারাবাও কাপের ফাইনালে খেলবে টটেনহ্যাম। এর মাত্র ছয় দিন আগেই সরিয়ে দেওয়া হয় মরিনহোকে। ২৫ এপ্রিল ওয়েম্বলিতে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ফাইনালের লড়াইয়ে নামবে টটেনহ্যাম। আপাতত টটেনহ্যাম জুনিয়র দলের কোচ রিয়ান ম্যাসন এবং ক্রিস পাওয়েল দলের দায়িত্ব সামলাবেন। পরে নতুন কোচের দায়িত্ব দেওয়া হবে।