আল্লু অর্জুন করোনামুক্ত


করোনামুক্ত ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। ছবি : সংগৃহীত

রাপ্র ডেস্ক: নভেল করোনাভাইরাসে নাকাল পুরো ভারত। একের পর এক সেলিব্রেটিদের কোভিডে আক্রান্ত হওয়ার খবর আসছে। গত ২৮ এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুন। এবার সুসংবাদ দিলেন। তাঁর করোনার নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

আজ বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আল্লু অর্জুন এক বিবৃতিতে লিখেছেন, ১৫ দিন নিভৃতবাসে থাকার পর তাঁর করোনার নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। শুভ কামনার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান তিনি। সেইসঙ্গে এ তারকার আশা, লকডাউন এ পরিস্থিতি উন্নয়নে সাহায্য করবে।

বার্তা সংস্থা রয়টার্সের খবর, ভারতে গত ৮ মে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল চার হাজার ১৮৭ জনের। তারপর কয়েক দিন মৃত্যু কিছুটা কমে। কিন্তু গত ২৪ ঘণ্টায় আগের সব রেকর্ড ভেঙে দিল মৃত্যুর সংখ্যা। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চার হাজার ২০৫ জনের মৃত্যু হয়েছে। আর, দৈনিক সংক্রমণ পর পর দুদিন সাড়ে তিন লাখে নিচে। গত ২৪ ঘণ্টায় ভারতে তিন লাখ ৪৮ হাজার ৪২১ জন আক্রান্ত হয়েছে।

 

সম্প্রতি অর্জুন রামপাল, সোনু সুদ, পবন কল্যাণ, পরেশ রাওয়াল, রণবীর কাপুর, আলিয়া ভাট, ভূমি পেড়নেকার, ভিকি কুশল, কার্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সোমান, গোবিন্দের মতো তারকারা কোভিড-১৯-এ আক্রান্ত হন। অবশ্য পরে তাঁরা করোনামুক্ত হন।