আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই নারী দলের


বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। নিজেদের ষষ্ঠ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই তাদের সামনে। ষষ্ঠ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। অসিদের কাছে হেরে গেলেই লিগ পর্ব থেকেই বিদায় নিতে হবে লাল-সবুজের দলকে। আগামী শুক্রবার ওয়েলিংটনে ভোর ৪টায় শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ম্যাচটি।

ছয় ম্যাচের সবগুলোতে জিতে ১২ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। শেষ চারে খেলা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকারও। ৫ ম্যাচে ৮ পয়েন্ট তাদের। সেমির দৌঁড়ে আছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও বাংলাদেশ।

ছয় ম্যাচে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ পয়েন্ট করে। ৫ ম্যাচে ইংল্যান্ডের ৪ পেয়েন্ট, ছয় ম্যাচে নিউজিল্যান্ডের ৪ পয়েন্ট। আর ৫ ম্যাচে বাংলাদেশের মাত্র ২ পয়েন্ট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জিতলেও শেষ চারে যেতে অপেক্ষা করতে হবে লাল-সবুজের দলকে। নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জিততেই হবে, সেই সঙ্গে অন্য দলগুলোর হার কামনা করতে হবে বাংলাদেশকে।

এবারই প্রথম ওয়ানডে ফরম্যাটে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। একবার টি-টোয়েন্টিতে দেখা হয়েছিল দুই দলের। ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ক্যানবেরায় সেই ম্যাচে অসিদের কাছে ৮৬ রানে হেরেছিল বাংলাদেশ।

এবারের আসরের বাংলাদেশের একমাত্র জয় পাকিস্তানের বিপক্ষে। সে ম্যাচে ৯ রানে জিতেছিল তারা। তবে দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে, নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে, ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪ রানে ও ভারতের কাছে ১১০ রানে ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।