আড়ানী পৌরসভা এলাকায় শেষ মুহুর্তের গণসংযোগে ব্যাস্ত স্বতন্ত্র প্রার্থী মুক্তা


অজয় ঘোষ: পৌর নির্বাচনে দ্বিতীয় ধাপ নির্বাচনে রাজশাহীর বাঘার আড়ানী পৌরসভা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শেষ মুহুর্তের গণ সংযোগে ব্যাস্ত সময় পার করছেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান আড়ানী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মুক্তার আলী।

 

এই পৌরসভায় মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। তিনি নারিকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

 

গণ সংযোগকালে স্বতন্ত্র প্রার্থী মোঃ মুক্তার আলী বলেন, আমি এবার নির্বাচনে নারিকেল গাছ মার্কা প্রতীক নিয়ে ভোটে দাঁড়িয়েছি। আপনার আমার জন্য দোয়া করবেন। যাতে আপনাদের দোয়ায় নির্বাচিত হয়ে আপনাদের সেবা করতে পারি। পাশাপাশি এলাকার রাস্তাঘাট, মসজিদ সহ ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সহ সেবা কারার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।
ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারী।

উপজেলা নির্বাচন অফিস জানায়, পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৮৮৪। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৭৮ ও নারী ভোটার ৭ হাজার ১০৬ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।