ইউক্রেনের চেরনিহিভ শহরে রুশ হামলায় সাতজন নিহত, আহত শতাধিক


ইউক্রেনের চেরনিহিভ শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে গ্লাসের অংশ। সেখান দিয়েই হেঁটে যাচ্ছেন স্থানীয় এক নারী। ছবি : এএফপি

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আজ শনিবারের (১৯ আগস্ট) এই হামলায় সাতজন নিহত ও শতাধিক আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এরপরেই যুদ্ধ বাধে প্রতিবেশী দুদেশের মধ্যে। আগ্রাসন শুরুর প্রথম মাসের দিকে ইউক্রেনের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে বড় হামলা চালিয়েছিল রুশ বাহিনী। আর আজ অনেক দিন পর সেই বড় হামলার পুনারুবৃত্তি হলো।

এএফপি বলছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে বেলারুশের মধ্য দিয়ে ইউক্রেনে আক্রমণ করার সময় রুশ বাহিনী চেরনিহিভ শহরটির মধ্য দিয়ে অগ্রসর হয়েছিল। তবে, সম্প্রতি সময়ে কিয়েভের পাল্টা আক্রমণের জেরে শহরটি ছাড়তে বাধ্য হয়েছে রুশ বাহিনী।

চেরনিহিভ শহরের দায়িত্বপ্রাপ্ত মেয়র ওলেকসান্দ্রার লোমাকো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে লেখেন, ‘ বেলা ৩টা ২৫ মিনিটে শহরের কেন্দ্রস্থলে জঙ্গিবাহিনী হামলা চালিয়েছে। এতে ১১৭ জন আহত ও সাতজন নিহত হয়েছে।’

চেরনিহিভের অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ভিয়াচেস্লাভ চাউস টেলিগ্রামে এক বার্তায় বলেন, ‘নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।’

হামলার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘শহরের কেন্দ্রস্থল স্কয়ারেই এই হামলা চালানো হয়েছে। সেখানে একটি পলিটেকনিক বিশ্ববিদ্যালয় ও একটি থিয়েটার ছিল।’ সুইডেনে পৌঁছানোর পর জেলেনস্কি বলেন, ‘একটি সাধারণ শনিবারকে রাশিয়া কষ্ট ও হারানোর দিনে পাল্টে দিল।’