ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনিদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে এ কথা জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অভিযোগ, তারা শেখ জাররাহ, আল আকসা ও গাজায় বিভিন্ন সমাবেশ বা প্রতিবাদ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
মিডল ইস্ট আই জানায়, রোববার ইসরায়েলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদিত ৪৮ ঘণ্টার বিশেষ অভিযানে ইসরায়েলি পুলিশ অন্তত ৫০০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।
গতকাল সোমবার ‘আইনশৃঙ্খলা’ নামের ওই অভিযান শুরু হয়। ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী আমির ওহানা এবং দেশটির পুলিশপ্রধান কোবি সাবতাই ওই অভিযান পরিকল্পনায় স্বাক্ষর করেছেন।
ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে আলজাজিরা জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় ইসরায়লি পুলিশ এই গ্রেপ্তার অভিযান চালাচ্ছেন। গত ৯ মে থেকে গতকাল সোমবার পর্যন্ত এক হাজার ৫৫০ জনের মতো ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।
ফিলিস্তিনিদের গ্রেপ্তার করতে সোমবার রাতভর অভিযান চলছে বলেও জানায় ইসরায়েলি পুলিশ।