পাবনা প্রতিনিধি : ইসলামী আন্দোলন আটঘরিয়া থানা শাখার তৃণমুল প্রতিনিধি সম্মেলন আটঘরিয়া বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১২ আগষ্ট) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ আটঘরিয়া থানা শাখার আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতিত্ব মাও. মো: মাহমুদুল হাসান।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক হাফেজ মো: আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ অধ্যাপক মো: আরিফ বিল্লাহ, সহ-সভাপতি ডা. মাও,আবু বক্কার সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন ইসলামি আন্দোলন আটঘরিয়া থানা শাখার সাধারণ সম্পাদক বাবুল আহমেদ। উক্ত সম্মেলনে উপজেলা তৃণমূল পর্যায়ে নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।