
ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রঘুনন্দন প্রামাণিকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।
আলোচনা সভার আগে সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয় এবং নবনির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশিদকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেয় বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
এছাড়াও সাবেক ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের বিদায়ী সংবর্ধনা ও নবনির্বাচিত ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যের ফুলেল সংবর্ধনা দিয়ে বরণ করে নেয় স্থানীয় নেতা-কর্মীরা।