উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষের পাশে থেকে কাজ করুন- খাদমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি


নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের পাশে থেকে কাজ করে যেতে বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। গতকাল বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে সাবেক ইউপি চেয়ারম্যান ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এবং ওয়ার্ড সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানের ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। তারা কোন কাজের জন্য যেন হয়রানির শিকার না হয়। তাদের কাজ অন্তর থেকে ভালোবেসে করে দিবেন। 
ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রঘুনন্দন প্রামাণিকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।
আলোচনা সভার আগে সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয় এবং নবনির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশিদকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেয় বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
এছাড়াও সাবেক ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের বিদায়ী সংবর্ধনা ও নবনির্বাচিত ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যের ফুলেল সংবর্ধনা দিয়ে বরণ করে নেয় স্থানীয় নেতা-কর্মীরা।