উপজেলা প্রেসক্লাবের সভাপতিসহ করোনা পজেটিভ দুই


মাজহারুর ইসলাম,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারীর উপজেলা প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান তারা, কড়াইকান্দি গ্রামের আলমগীর হোসেন নামের দুই ব্যক্তির করোনা পরীক্ষায় পজেটিভ দেখা দিয়েছে। মঙ্গলবার (১৫ জুন) রৌমারী হাসপাতাল থেকে এ রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

 

হাসপাতাল সুত্রে জানা গেছে গত ১৩ জুন শ্বাসকষ্ট জনিত কারনে রৌমারী হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার ওই ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে রৌমারী হাসাপাতলেই করোনার প্রাথমিক পরীক্ষায় পজেটিভ বলে জানা গেছে।

 

প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান তারা দৈনিক নয়াদিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আলমগীর হোসেন রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের কড়াউকান্দি গ্রামের সামিউল ইসলামের ছেলে বলে জানা গেছে।

 

এবিষয়ে রৌমারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোক্তারুল ইসলাম সেলিম বলেন, মোস্তাফিজুর রহমান তারা ও আলমগীর হোসেন নামের দুই ব্যক্তির করোনা পরীক্ষায় পজেটিভ পাওয়া গেছে।