স্টাফ রিপোর্টার: ঋত্বিক কুমার ঘটকের ৯৯ তম জন্মবার্ষিকীতে
ঋত্বিকের স্মৃতিবিজরিত বসতভিটার অংশটুকুকে সংরক্ষণের দাবি
উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ৯৯ তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে ‘আর্ট মানে আমার কাছে যুদ্ধ’ এ স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঋত্বিক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন। তিন দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিন আজ সোমবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহীর মহানগরীর মিয়াপাড়াস্থ ঋত্বিকের পৈতৃক ভিটায় আয়োজনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী আয়োজনে সভাপ্রধান ছিলেন, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি রাজশাহীর সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ। আলোচক হিসেবে ছিলেন, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান। সম্মানিত অতিথি ছিলেন, ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, রাজশাহী বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ. আল মামুন, প্রবীণ সাংবাদিক ও আইনজীবি অ্যাড. মুস্তাফিজুর রহমান খান আলম।
অনুষ্ঠানে বক্তরা বলেন, ঋত্বিক কুমার ঘটক শুধু একজন চলচ্চিত্র নির্মাতা নয়। তিনি চলচ্চিত্র নির্মাতাদের পথপ্রদর্শক। এমন একজন খ্যাতিমান ব্যক্তির নিদর্শন আমরা ধরে রাখতে পারছিনা। তার বসতভিটাকে ভেঙ্গে ফেলা হয়েছে। তার স্মৃতিচিহ্নকে মুছে ফেলার অপচেষ্টা চালানো হচ্ছে। ঋত্বিকের স্মৃতিবিজরিত বসতভিটার অংশটুকুকে সংরক্ষণ করতে হবে। সেখানে ঋত্বিকের স্মৃতিকে ধরে রাখার জন্য সেখানে ঋত্বিক সংগ্রহশালা বা ঋত্বিক কমপ্লেক্স গড়ে তুলতে হবে। ঋত্বিক ঘটকের বসতভিটা ভেঙে ফেলার ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে ঋত্বিকপ্রেমি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।