‘এই শীতে’ প্রেমিক খুঁজে পাচ্ছেন না শ্রীলেখা


শ্রীলেখা মিত্র, টলি পাড়ায় এক নামেই পরিচিত সাহসী এই অভিনেত্রী। ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা দুই ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার দেওয়া একটি পোস্ট নিয়ে আবারও আলোচনার ঝড় সৃষ্টি হয়েছে।

ফেসবুক পোস্টে শ্রী লেখা লিখেছেন। ‘শীতের সকালে কুয়াশার চাদরে মোড়া চারদিক।’ ছবির ক্যাপশনে তিনি লিখেন,‘আলস্য জড়ানো এমন একটা দিনে কাউকে ভালবাসতে ইচ্ছে করছে।’

শুক্রবার সকারে ফেসবুক পেজে নিজের ঘুম ভাঙার ছবি পোস্ট করে শ্রীলেখা লেখেন, ‘ ভীষণ’ প্রেম পাচ্ছে আজ।

কিন্তু শুধু প্রেম পেলেইতো হবে না। তার জন্য চাই একজন মনের মানুষও।আর তাকেই নাকি এখনও খুঁজে পাননি অভিনেত্রী। নিজের কপালকে সেই জন্য দোষ দিয়ে তিনি লিখলেন, ‘এই ওয়েদারে ভীষণ প্রেম পাচ্ছে কিন্তু প্রেমিক পাচ্ছি না… সবই কপাল।’

নিজের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতে ভালবাসেন শ্রীলেখা। ভক্তদের সঙ্গে ভাগ করে নেন প্রায় প্রতি মুহূর্তের আপডেট। কয়েক দিন আগেই মেয়ের জন্মদিনে ‘টুম্পা’ গানে নেচে বাজিমাৎ করেছিলেন অভিনেত্রী।

উল্লেখ্য, টলিগঞ্জের লাস্যময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র ২০০৩ সালের ২০ নভেম্বর সিনেমাটোগ্রাফার শিলাদিত্য মৌলিককে বিয়ে করেছিলেন। ১০ বছরের সংসার জীবনের ছেদ পড়ে ২০১৩ সালে তাদের বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে। এরপর থেকে শ্রীলেখা সিঙ্গেল আছেন। মেয়েকে নিয়েই তার ঘর-সংসার। মেয়ের কারণে মাঝেমধ্যেই সাবেক স্বামীর কাছে যেতে হয় তাকে।