এক ছবিতে এত নায়িকা?


বলিউডের এক্সেপশনাল নির্মাতা সঞ্জয় লিলা বানসালি সম্পর্কে নতুন করে বলার নেই। কিন্তু এবার তিনি পেছন থেকে কলকাঠি নাড়ছেন। হ্যাঁ, নিজের সাবেক সহকারী ভিধু পুরিকে দিয়ে নতুন একটি ছবি নির্মাণ করাচ্ছেন বানসালি।

আর সেই ছবিতে ঐশ্বরিয়া, মাধুরী, দীপিকা, আলিয়া, পরিণীতি ও মনীষার মতো একঝাঁক নায়িকাকে একসঙ্গে দেখা যাবে।

সম্প্রতি খবর প্রকাশ হয়েছিল, বানসালি তার উচ্চাভিলাসী প্রোজেক্ট ‘হিরা মান্ডি’র কাজ আবারও শুরু করছেন। আর সেটা বড় পর্দায় নয়, ছবিটির মুক্তি দেয়া হবে ওটিটি প্ল্যাটফর্মে।

এবার এলো নতুন খবর, শুধু আলিয়া ভাট নন- ওই ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন, মাধুরী দিক্ষিত, দীপিকা পাডুকোন, পরিণীতি চোপড়া ও মনীষা কৈরালাদের মতো অভিনেত্রীরাও থাকছেন।

বলিউড হাঙ্গামা ডটকম জানিয়েছে, এসব তারকা অভিনেত্রীদের ছবিতে নেয়ার ব্যাপারে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। আর ছবির পাত্র-পাত্রী নির্বাচনের কাজটি বানসালি নিজেই করছেন।

লাহোরের ‘রেড লাইট এরিয়া’ হেরা মান্ডি নিয়ে নির্মিতব্য এ ছবিতে সেখানকার নারীদের জীবনের নানাদিক তুলে আনা হবে।