আসছে ভালোবাসা দিবস ঘিরে শোবিজ অঙ্গনে ব্যস্ততা বেড়েছে তারকাদের। নতুন নতুন নাটক ও টেলিফিল্মের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় নির্মাণ হচ্ছে নাটক ‘মোনালিসা’।
নাটকটিতে নাম চরিত্রে রয়েছেন মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিন। তার বিপরীতে দেখা যাবে অভিনেতা মনোজ প্রামাণিককে।
নাটকটির গল্পে নায়ক রতন তার স্বপ্নে লালন করা যে মেয়েটিকে ভালোবাসতো তাকে বাস্তবে জীবনে পেয়ে যায়। রতন একজন এতিম, অসহায়।
অন্যদিকে মোনালিসা গ্রামের একটি টেইলসসে কাজ করে। নদী পথে নৌকায় পারাপারের সময় রতনের সঙ্গে মোনালিসার দেখা হয়। কথা থেকে পরিচয় ও ভালোলাগা তৈরি হয়।
নাটকটিতে আরও অভিনয় করেছেন মীর জাহিদ হাসান, নিথর মাহবুব, মম শিউলি, সালমান শাহরিয়ার প্রমুখ।
আহমেদ ফারুকের রচনা ও কাজী সাইফ আহমেদের পরিচালনায় নাটকটি প্রযোজনা করেছেন মারুফ আহমেদ খান রিজভী।
আসছে ভালোবাসা দিবসে বেসরকারি কোনও একটি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে পরিচালক জানিয়েছেন।